
লিও ক্লাব অব সিলেট (২০১৯-২০)’র নতুন কমিটি গঠন করা হয়েছে। লিও জাকির
আহমেদকে প্রেসিডেন্ট, লিও শাওন রায়কে সেক্রেটারী এবং লিও মাহবুবা ইতিকে
ট্রেজারার নির্বাচিত করা হয়। ২৪ জুন এক সাধারণ সভার মাধ্যমে তাদের
নির্বাচিত করা হয়।
নির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের এডভাইজার লায়ন খন্দকার
মাজহারুল আনোয়ার শাহজাহান-কে ধন্যবাদ জানান। এছাড়া ক্লাবের সাবেক
প্রেসিডেন্ট এবং বর্তমান পরিচালক লিও আশরাফুল আহমদ এবং সদ্য সাবেক
প্রেসিডেন্ট লিও আলি হায়দার জামি, বর্তমান কেবিনেট মেম্বার লিও শায়েল, লিও
ঝলক, লিও নাজমুল, লিও দাইয়ান, লিও রাসেল, লিও ইমরান এবং লিও ইমন সহ ক্লাবের
অন্যান্য লিওবৃন্দকে ধন্যবাদ জানান। আগামী বছরে সম্পূর্ণ কেবিনেট ঘোষণা
করা হবে।
Leave a Reply